বনশ্রীতে ভেজাল ওষুধ কারখানার সন্ধান

রাজধানীর বনশ্রীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার ওষুধ জব্দ করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 08:00 PM
Updated : 15 April 2014, 08:12 PM

মঙ্গলবার পরিচালিত এই অভিযানে ভেজাল ওষুধ তৈরিতে জড়িত সাত জনের বিরুদ্ধে মামলা এবং তাদের চারজনকে অর্থদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ মো. ফরহাদ হোসেন।

এ সময় ভেজাল ওষুধ তৈরির একটি কারখানা বন্ধ করে দেয়া হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বনশ্রীর এ ব্লকের ৩ নম্বর সড়কে মেসার্স এসকে ভেট প্রাইভেট লিমিটেড নামের একটি ‘নকল ওষুধ’ তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

কারখানার কর্মচারী শেখ ফরিদ আহমেদকে (৪৫) দুই লাখ এবং জয়নাল আবেদীন (৩০), রফিক (৩৫) ও মো. জাহাঙ্গীরকে (৩০) এক লাখ টাকা করে সর্বমোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে প্রত্যেককে তিন মাস কারাভোগ করতে হবে।

এছাড়া কারখানার কর্মী কামরুল আহমেদ (৪৬), কালাই লাল দাস (৪৮), মো. মিজানুর রহমানের (৩২) বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।