নববর্ষ উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠান

রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পল্লীগীতি আর নৃত্য এবং দেশীয় খাবারের সমারোহে বঙ্গভবনে অন্য রকমের সন্ধ্যা কাটালেন আমন্ত্রিত অতিথিরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 05:51 PM
Updated : 15 April 2014, 05:51 PM

বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম।

সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, জাতীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উচ্চ পদস্থ সামরিক-বেসামারিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনও অনুষ্ঠানে ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে দরবার আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও শিল্পী লাইসা আহেমদ লিসা।

নজরুল সংগীত পরিবেশন করেন ফাতেমা- তুজ- জোহরা। এছাড়া সংগীত পরিবেশন করেন শিল্পী সুবীর নন্দী, শাহনাজ বেলী, কিরণ চন্দ্র রায়।