‘প্রীতি ম্যাচ’ খেলতে গিয়ে মারামারিতে দুই বিশ্ববিদ্যালয়

উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে মিরপুর ইনডোর স্টেডিয়ামে মারামারিতে জড়িয়েছে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকও জবি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 04:17 PM
Updated : 15 April 2014, 04:17 PM

মঙ্গলবার খেলতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভারর্সিটির অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) ছাত্রদের মারামারিতে স্টেডিয়ামের ভেতরে ভাংচুর হয় বলে পুলিশ জানিয়েছে।

খেলা শুরুর আগেই মারামারির কারণে এই প্রীতি ক্রিকেট খেলা আর হয়নি। এদিনের অন্য খেলাগুলোও কর্তৃপক্ষ বাতিল করে।  

পল্লবী থানার উপপরিদর্শক ইয়াসিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,এক ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে খেলা শুরুর আগে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তর্কাতর্কিতে জড়ায়, পরে শুরু হয় মারামারি।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

সংঘর্ষের সময় পুরো স্টেডিয়াম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জানিয়ে এসআই ইয়াসিন বলেন, দুই পক্ষই স্টেডিয়ামের ভেতর ব্যাপক ভাংচুর চালায়।

মারামারিতে আহত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নীরু সূত্রধরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।