নড়িয়ায় বাজারে অগ্নিকাণ্ড, ১৫ দোকান ভস্মীভূত

শরীয়তপুরের নড়িয়া বাজারে আগুনে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 04:13 PM
Updated : 15 April 2014, 04:13 PM

মঙ্গলবার দুপুরে এ আগুন নেভাতে গিয়ে অন্তত ২০ জন আহত হয় বলে স্থানীয়রা জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেনসহ কয়েকজন জানান, নড়িয়া উপজেলা সদরের ব্রিজ রোডে একটি লন্ড্রির দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এতে লেপ-তোষক, বেকারি, মুদি, ইলেক্ট্রনিক্স, মাইক, ঔষধ, লন্ড্রি, কাপড় ও  ফার্নিচারের প্রায় ১৫টি দোকান পুড়ে যায়।

স্থানীয় জনতা প্রায় ৩ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে বিধান সরকার, আব্দুল আজিজ, জলিল বেপারী, শেখ মো. দুলাল, রফিকুল ইসলামসহ অন্তত ২০ আহত হন বলে স্থানীয়রা জানান।

তাদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, নড়িয়া থানার ওসি মো. আবুল কাসেম, পালং মডেল থানার ওসি মো. আবুল খায়ের ফকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির হোসেন বলেন, বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু ইউছুফ বলেন, জাজিরার কাজিরহাটের নিকট অগ্নিকাণ্ডের কারণে তারা সময়মত নড়িয়ায় পৌঁছাতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্নয় করা যায়নি।