ঘাতক ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন অশীতিপর মা

দুই ছেলের হত্যাকারী বড় ছেলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক বৃদ্ধা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 03:54 PM
Updated : 15 April 2014, 03:54 PM

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেজবাহ উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন অশীতিপর ফাতেমা জোহরা (৮০)।

চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃদ্ধা ফাতেমা আদালতে তার দুই ছেলে খুনের ঘটনায় বড় ছেলে আবুল কালামের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে।

“এসময় তিনি হত্যার ঘটনার বর্ণনা দেন।”

সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৫ মে আদালত পরবর্তী শুনানির দিন ঠিক করে বলে জানান পিপি হাশেম।

আদালতকে ফাতেমা বলেন, “বারবার ছেলেদের বারণ করার পরও তারা ঝগড়া করত। অনেকবার আবুল কালামকে শান্ত রাখার চেষ্টা করেও পারিনি।

“আবুল কালাম যখন ছুরি নিয়ে দৌঁড়ে যাচ্ছিল তখন আমি তাকে বাধা দিয়েছিলাম। কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার সামনেই দুইভাকে কুপিয়ে হত্যা করে”, বলেন বৃদ্ধা ফাতেমা।

গত বছরের ২২ জুলাই রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে জায়গা জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কালাম কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে তার দুই ছোট ভাই আবু সুফিয়ান আজাদ (৪৮) ও আবু মোর্শেদ আজাদকে (৩৫)।

পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তারা।

এঘটনায় নিহত আবু সুফিয়ানের স্ত্রী ইসমত আরা নাসরিন বাদি হয়ে আবুল কালামসহ দুইজনকে আসামি রাউজান থানায় একটি হত্যা মামলা করে।

ঘটনার ছয়দিন পর ২৮ জুলাই আবুল কালাম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে আবুল কালাম কারাগারে বন্দি আছে।