নববর্ষে মারামারি, যবিপ্রবির ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

নববর্ষের অনুষ্ঠানে মারামারির ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালের মধ্যে তাদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 03:51 PM
Updated : 15 April 2014, 03:51 PM
মঙ্গলবার সন্ধ্যায় এই ব্যবস্থা নেয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তার।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন জেনেটিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ফুরকান আলী, রাজন হোসেন, নাঈম হোসেন, রানা ও ইলেট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের সরোয়ার হোসেন শুভ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূর আলম জানান, সোমবার ক্যাম্পাসে নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইদিন দুপুরে তর্ক বিতর্কের জেরে সরোয়ার হোসেন শুভ রাজনকে ধাক্কা দেন।

এরপর রাজনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী সন্ধ্যার দিকে শুভকে মারপিট করে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লিখিত পাঁচ শিক্ষার্থীকে মঙ্গলবার বহিষ্কার করে এবং হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।