দূষণের দায়ে কারখানা ও ইটভাটাকে জরিমানা

দূষণের অভিযোগে গাজীপুরে তিনটি ডাইং কারখানা ও নারায়ণগঞ্জে তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 03:45 PM
Updated : 15 April 2014, 03:45 PM
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে শুনানি শেষে ওই কারখানার মালিক/প্রতিনিধিকে এই জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।

অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইটিপি না থাকায় পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার অপরাধে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় নর্দার্ন কর্পোরেশন লিমিটেডকে পাঁচ লাখ, মডার্ন থ্রেড লিমিটেডকে দুই লাখ ও এজিএস ইন্টারন্যাশনাল লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ইটভাটা পরিচালনা করে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকার মেসার্স নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারার-২ কে দুই লাখ, মেসার্স এ কে বি ব্রিকসকে  দুই লাখ টাকা ও  মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।