যানজট-দুর্ঘটনা রোধে সমন্বিত অভিযান

দেশের মহাসড়কগুলোতে যানজট ও দুর্ঘটনা রোধে যোগাযোগ মন্ত্রণালয় সমন্বিত অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 03:41 PM
Updated : 15 April 2014, 03:41 PM

মঙ্গলবার গাজীপুরের মীরেরবাজারে ঘোড়াশাল-টঙ্গী সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মহাসড়কের দুর্ঘটনাকে প্রধান দুর্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় থেকে দুইটি কমিটি করা হয়েছে। এই কমিটির একটি রিপোর্ট ইতিমধ্যে পাওয়া গেছে, অপরটি এই মাসের মধ্যেই পাওয়া যাবে।

ওই রিপোর্ট পাওয়া গেলে সবাই বসে এ ব্যাপারে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ঘোড়াশাল-টঙ্গী সড়কের সংস্কার কাজ প্রসঙ্গে তিনি বলেন, ষোল কোটি টাকা ব্যয়ে এই রুটের সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে। আগামী জুন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।

পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবাধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন আহমেদ খান, নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিবুল ইসলাম প্রমুখ।