চট্টগ্রামে দগ্ধ গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগ

যৌতুকের দাবিতে চট্টগ্রামে স্বামীর দেয়া আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 03:37 PM
Updated : 15 April 2014, 03:37 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান মৃনাল কান্তি দাশ জানান, সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজি আক্তারের (৩০) মৃত্যু হয়।

প্রায় এক সপ্তাহ আগে অগ্নিদগ্ধ রোজীর শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে হাসপাতালের এই চিকিৎসক জানান।

নিহত রোজী রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট গ্রামের মো. জয়নালের স্ত্রী। আট বছর আগে তাদের বিয়ে হয়। তিন বছরের এক সন্তান রয়েছে এই দম্পতির।

রোজীর বড় বোন ডেইজি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন রোজি এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।

“যৌতুকের দাবিতে রোজীর স্বামী জয়নাল ঘুমন্ত অবস্থায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়,” বলেন তিনি।

ডেইজি বলেন, মাদকাসক্ত জয়নাল আগে স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। বিভিন্ন সময় যৌতুকের দাবিতে রোজীকে মারধরও করতেন।

তবে চিকিৎসক মৃনাল কান্তি বলেন, “শ্বশুর বাড়ির লোকজনের দেয়া আগুনে পুড়ে গেছে বলে কোন অভিযোগ রোজী আমাদের কাছে করেননি। তার পরিবারের লোকজন এ ধরনের অভিযোগ করেছে।”