রাতারগুলে স্থাপনা নির্মাণ উদ্যোগের প্রতিবাদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল বনে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2014, 02:58 PM
Updated : 11 April 2014, 02:58 PM

শুক্রবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘রাতারগুল জলারবন সংরক্ষণ কমিটি’ বন বিভাগের এ উদ্যোগের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে রাতারগুল জলারবন সংরক্ষণ কমিটি’র আহবায়ক লোকমান আহমদ, সদস্য সচিব আব্দুল করিম কিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সিলেট জেলা সিপিবি সভাপতি ভেদানন্দ ভট্টাচার্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সহসভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সংরক্ষিত এ বনে ইকো ট্যুরিজমের নামে বন বিভাগ বনের ভেতর ওয়াচ টাওয়ার ও স্টাফ কোয়ার্টার ও ইটের রান্তা তৈরি করছে। এছাড়া বনের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়ারও উদ্যোগ নিয়েছে।

এতে এ বনটির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে দাবি করেন তারা।

তারা বন বিভাগের নেয়া প্রকল্প প্রত্যাহারের দাবি জানান।

জলাভূমির মধ্যে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের বিশাল এক জঙ্গল রাতারগুল। এতই ঘন জঙ্গল যে ভেতরের দিকটায় কোনো কোনো স্থানে সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না।

অনেকে একে বাংলাদেশের আমাজনও বলে থাকেন।

সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। জেলার গোয়াইনঘাট উপজেলায় এ বনের অবস্থান। সিলেট বন বিভাগের উত্তর সিলেট রেঞ্জে-২ এর অধীন প্রায় ৩০ হাজার ৩২৫ একর জায়গা জুড়ে এ জলাভূমি। এর মধ্যে ৫০৪ একর জায়গার মধ্যে বন, বাকি জায়গা জলাশয় আর সামান্য কিছু উঁচু জায়গা।

তবে বর্ষাকালে পুরো এলাকাটিই পানিতে ডুবে থাকে। শীতে প্রায় শুকিয়ে যায় রাতারগুল। তখন বনের ভেতরে খনন করা বড় জলাশয়গুলোতে শুধু পানি থাকে।