৩ হাজার রোগীর বিনামূল্য চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেলে 

বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2014, 03:24 PM
Updated : 21 March 2014, 03:24 PM
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩০টি বিভাগের প্রায় ২০০ চিকিৎসক একাজে যুক্ত ছিলেন বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার থেকে বৃহস্পতিবার- সপ্তাহের ছয়দিনে বিএসএমএমইউর বহির্বিভাগে দিনে গড়ে তিন থেকে চার হাজার রোগী চিকিৎসা নিয়ে থাকেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় অধ্যাপক শাহলা খাতুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হাসান এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি আবু শাফি আহমেদ আমিন বিনামূল্যে চিকিৎসা সেবার এ উদ্যোগটি নেন।           

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিব। ওই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপন করা হয়।