ঝালকাঠীতে ৩ বিএনপি নেতা গ্রেপ্তার

ঝালকাঠী সদর উপজেলার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে হামলার ঘটনায় করা মামলায় পৌর বিএনপির সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2014, 06:47 AM
Updated : 18 March 2014, 06:47 AM

মঙ্গলবার সকাল ৯টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

এরা হলেন, পৌর বিএনপির সভাপতি অনাদী দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ ও জেলা যুবদলের সদস্য মতিউর রহমান।

চতুর্থ দফায় আগামী ২৩ মার্চ ঝালকাঠীর চারটি উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সুলতান হোসেন খান, বিএনপি সমর্থিত সরদার এনামুল হক এলিনসহ চারজন চেয়ারম্যান পদে লড়ছেন।।

সদর থানার ওসি শীল মনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে শহরের যুবউন্নয়নের পেছনে আওয়ামীলী সমর্থিত প্রার্থীর একটি উঠান বৈঠকে হামলা হয়। এ ঘটনায় ওই এলাকার আমজেদ ডাকুয়ার ছেলে রুবেল ডাকুয়া বাদি হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে আসামি করে রাতেই একটি মামলা করেন।

“গ্রেপ্তারকৃতরা ওই মামলার আসামি।”