সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

সুন্দরবনের শরণখোলায় কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, যারা বনদস্যু দল ‘রেজাউল ওরফে শীর্ষ বাহিনী’র সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2014, 06:16 AM
Updated : 18 March 2014, 02:35 PM

মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের তাম্বুলবুনিয়া খাল সংলগ্ন বনে এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আনোয়ারুল কবির জানান।

ঘটনাস্থল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শীর্ষ বাহিনীর ওই আস্তানা’ তল্লাশি করে ১৬টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ৩৩৭টি গুলি তারা উদ্ধার করেছেন।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন- কাদের ও কল্যাণ। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। নিহত তিনজনই ওই এলাকার দস্যুদল শীর্ষ বাহিনীর সদস্য বলে র‌্যাব কর্মকর্তা জানান।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ১টি দোনলা, ৯টি একনলা বন্দুক, ১টি শটগান, ১টি থ্রি নট থ্রি রাইফেল এবং বিভিন্ন ধরনের ৩৩৭টি গুলি।”

তিনি বলেন, শীর্ষ বাহিনী আস্তানা গেড়েছে এমন খবর পেয়েই তারা ওই এলাকায় ভোরে অভিযানে যান।

“সকাল ৮টার দিকে দূর থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখে এগিয়ে গেলে বনদস্যুরা গুলি শুরু করে। এ সময় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে প্রায় ২৫ মিনিট বন্দুকযুদ্ধ চলে। পরে ঘটনাস্থল তল্লাশি করে তিনটি মৃতদেহ ও অস্ত্র পাওয়া যায়।”

লাশগুলো ঘটনাস্থল থেকে শরণখোলায় নেয়া হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।