স্টেডিয়ামে অন্য দেশের পতাকা নিষিদ্ধের দাবি

বাংলাদেশের নাগরিকদের জন্য ক্রিকেট স্টেডিয়ামে অন্য দেশের পতাকা নিয়ে প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্লগগুলোর জোট বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2014, 02:05 PM
Updated : 6 March 2014, 03:27 PM

বৃহস্পতিবার জোটের এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে আইসিসির নিয়ম অনুযায়ী অস্ত্র ও ঝুঁকিপূর্ণ দ্রব্যের পাশাপাশি ব্যাঙ্গাত্মক পোস্টার বা ব্যানার নিয়ে দর্শকদের স্টেডিয়ামে ঢোকার সুযোগ নেই।

“বাংলাদেশের নাগরিকদের জন্য ভিনদেশের জাতীয় পতাকাকেও এই তালিকায় যোগ করা হোক।”

বিবৃতিতে জাতীয় পতাকা আইনের যথাযথ প্রয়োগ  এবং আইন লংঘনকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়, “বাংলাদেশের মাটিতে অন্য দেশের পতাকা নিয়ে উল্লাস করাকে পতাকা আইনের পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করে স্পষ্ট আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে।”

বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্সে সচলায়তন, নির্মাণব্লগ, আমরা বন্ধু, ক্যাডেটকলেজ ব্লগ, আমার ব্লগ, নাগরিক ব্লগ, শৈলী ব্লগ ও মুক্ত-মনা রয়েছে।