এশিয়া কাপের উদ্বোধনীতে জাঁকজমক না করার আহ্বান খালেদার

বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের কথা স্মরণ করে আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে জাকজমকপূর্ণ না করতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2014, 07:08 PM
Updated : 5 Feb 2014, 05:16 AM

মঙ্গলবার বিকালে গুলশানের ওয়েস্টিন হোটেলে বলরুমে বিএনপি’র সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টি তুলে ধরে বলেন, “ফেব্রুয়ারি মাস চলছে। ২০০৯ সালের এই মাসের ২৫ তারিখে পিলখানায় ৫৭ জন চৌকস ও মেধাবী সেনা কর্মকর্তা নিহত হন।

“সেই শোকবহ দিনে ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটে উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ নাচ-গানের অনুষ্ঠানের আয়োজনের কথা আমরা শুনেছি।

“বেদনাবিধূর এই দিনটিতে কোনো আড়ম্বর না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

২৫ ফেব্রুয়ারি গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ৮ মার্চের ফাইনালসহ বাকি ছয়টি ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।