শিশুদের অনুষ্ঠানে মন্ত্রীর ধূমপান!

স্কুলের শিশুদের হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে মঞ্চে বসে প্রকাশ্যে ধূমপান করলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2014, 05:15 PM
Updated : 28 Jan 2014, 03:15 AM

সোমবার সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০১৩ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীকে এভাবে ধূমপান করতে দেখা যায়।

জনসমাগমস্থলে ধূমপান করা আইনত অপরাধ। এভাবে ধূমপান করলে জরিমানার বিধানও রয়েছে।

অনুষ্ঠানে থাকা এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বক্তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে শিক্ষার্থীদের উপদেশ দিচ্ছেন।

“ঠিক সেই সময়ই শিক্ষার্থীদের সামনে মঞ্চে বসে সিগারেট ধরান মন্ত্রী!”

মন্ত্রীর হাতে সিগারেট দেখে অনুষ্ঠানে আসা অনেক অতিথি, শিক্ষক, বিজিবি কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবক বিস্মিত হন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিভাবক।

অনুষ্ঠানস্থলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান মন্ত্রীর পাশে বসেছিলেন। বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিক সভাপতিত্ব করেন অনুষ্ঠানে।

এক পর্যায়ে সিগারেট খাওয়া শেষ করেই মন্ত্রী বক্তৃতা দিতে যান।

বিদ্যালয়ের অনুষ্ঠানে মন্ত্রীর ধূমপানের বিষয়ে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এবারই প্রথম মন্ত্রিসভায় স্থান পাওয়া মৌলভীবাজারের এই সংসদ সদস্য মহসীন আলীর প্রকাশ্যে ধূমপানের ছবি নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ব্যাপক আলোচনা চলছে।