মালোপাড়ায় হামলা: আটক এক জনের স্বীকারোক্তি

যশোরের অভনগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় হামলার ঘটনায় আটক এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2014, 04:22 PM
Updated : 13 Jan 2014, 04:22 PM

সোমবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমি আহমেদের আদালতে এ জবানবন্দি দেন মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আলী।

মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মহসীন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদ আলী মামলার এজাহারভুক্ত আসামি। তিনি অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গার কেরামত আলীর ছেলে।

তিনি জানান, মোহাম্মদের স্বীকারোক্তি অনুয়ায়ী এ ঘটনায় জড়িতরা সকলে জামায়াত শিবির ও বিএনপির কর্মী।

মো. আলী জবানবন্দিতে বলেন, ৫ জানুয়ারি সকালে ভোট দেয়াকে কেন্দ্র করে চাঁপাতলা বাজারে মালোপাড়ার দুই যুবকের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের বাগবিতণ্ডা হয়।

এরপর বালিয়াডাঙ্গা গ্রামের জামায়াতকর্মী মাহফুজ, মাবুদ ও সাইফুল প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট, চাপাতলা, মাগুরা ও প্রেমবাগ গ্রাম থেকে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘটিত করে বাজার এলাকায়।

সকালের ঘটনার মীমাংসা করার জন্য তাদের চাঁপাতলা মালোপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়।

মোহাম্মদ আলী আদালতকে আরো জানান, মালোপাড়ায় যাওয়ার পর তারা সেখানকার ঘর-বাড়িতে কাউকে না পেয়ে ঘরবাড়িতে ভাংচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

তদন্ত কর্মকর্তা মহসীন আলী আরো জানান, মালোপাড়ায় হামলার ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের শতাধিক লোক মালোপাড়ায় শতাধিক ঘরবাড়িতে হামলা ও লুটপাট করে। পরে কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ওইরাতে অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন হাওলাদার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামি করা হয়।