সিরাজগঞ্জে পেট্রোল বোমায় ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জে মহাসড়কে ট্রাকে ছোড়া পেট্রোল বোমায় পুড়ে মারা গেছেন এক আলু ব্যবসায়ী।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2014, 03:20 PM
Updated : 7 Jan 2014, 06:31 PM

নির্বাচন বাতিলের দাবিতে বিরোধী জোটের হরতাল-অবরোধের মধ্যে মঙ্গলবার রাত ৮টার দিকে সলঙ্গা থানার হোড়গাড়ি এলাকায় নলকা-হাটিকুমরুল মহাসড়কে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মিলন (২৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি ট্রাকে আলু নিয়ে যাচ্ছিলেন।

পেট্রোল বোমায় ওই ট্রাকের চার আরোহী আহত হয়েছেন।

মহাসড়ক পুলিশের হাটিকুমরুল থানার ওসি আলী ফরিদ আহম্মেদ সাংবাদিকদের বলেন, আলু নিয়ে বগুড়া থেকে ঢাকাগামী ট্রাকটি হোড়গাড়ি এলাকায় হরতালকারীদের কবলে পড়েন।

“পেট্রোল বোমা ছুড়ে মারা হলে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এই সময় ট্রাকে আগুন ধরে গেলে অগ্নিদ্বগ্ধ হয়ে ওই ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।”

ট্রাকে মোট ছয়জন ছিলেন। আহত চার জনের মধ্যে একজন দ্বগ্ধ হয়েছেন এবং বাকিরা ট্রাকের নিচে পড়ে আহত হন বলে পুলিশ জানিয়েছে। তাদের সলঙ্গার হাটিকুমরুল মোড়ের একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বগুড়ায় পাঠানো হয়।

দমকলকর্মীরা এসে ট্রাকের আগুন নিভিয়েছে। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ট্রাকে থাকা বাকি একজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিরোধী জোটের অবরোধ-হরতালের মধ্যে এর আগেও যানবাহনে পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। এতে মারাও গেছেন কয়েকজন।

সোমবার ঢাকায় উদ্ধার করা পেট্রোল বোমা

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত কয়েকদিনে বেশ কিছু পেট্রোল বোমা উদ্ধারও করেছে।

রাতে সাতক্ষীরায় দুটি ট্রাকে পেট্রোল বোমা ছোড়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জানিয়েছেন।

এতে ট্রাক দুটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেলেও চালক বা তার সহকারীর কোনো ক্ষতি হয়নি।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক এনামুল হক সাংবাদিকদের জানান, রাত পৌনে ৮টার দিকে সাতক্ষীরা- বৈকারী সড়কের মল্লিকপাড়ায় দুটি খালি ট্রাকে কয়েকটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।

“এসময় চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়।”

দমকল বাহিনী ট্রাক দুটির আগুন নিভিয়েছে। ট্রাক দুটি সীমান্তের দিকে গরু আনতে যাচ্ছিল।

ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা এই ঘটনায় জড়িত বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা এনামুল।

এদিকে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরোধীদলীয় জোটের কিছু কর্মী পেট্রোল বোমা ছুড়লে পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালায়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবককে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, গুলিবিদ্ধ ওই যুবকের নাম মো. আরাফাত (২৫)।