পরীবাগে বাসে বোমা, তিনজন দগ্ধ

বিরোধী দলের লাগাতার অবরোধের মধ্যে রাজধানীর পরীবাগে বাসে পেট্রোল বোমায় এক নারীযাত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2014, 02:59 AM
Updated : 3 Jan 2014, 08:18 AM

শুক্রবার সকাল ৭টার দিকে পরীবাগ ফুট ওভার ব্রিজ ও রূপসী বাংলা হোটেলের মাঝামাঝি এলাকায় গুলিস্থানগামী ৩ নম্বর বাসটি আক্রান্ত হয়।

দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- বাসের চালক বাবুল মিয়া (৪০), যাত্রী শাহীনা বেগম (৪০) ও ফরিদ মিয়া (৬০)।

হাসপাতালে চিকিৎসাধীন চালকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রূপসী বাংলা হোটেলের কাছাকাছি এসে গাড়ির গতি কমালে ডান দিক থেকে কয়েকজন যুবক পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে জানালের কাচ ভেঙে বোমা ভেতরে ঢুকে আগুন ধরে যায়।

বাসের অধিকাংশ যাত্রী এ সময় নেমে যেতে পারলেও চালকসহ তিনজন দগ্ধ হন।

 

চিকিৎসকের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল জানান, শাহীনার শরীরের ৬৪ শতাংশ, ফরিদের ৪৮ শতাংশ এবং বাবুলের ৮ শতাংশ পুড়ে গেছে।

এদের মধ্যে ফরিদ মিয়া বাদালমতলীতে ফল বিক্রি করেন। বনানী থেকে বাসে করে তিনি মানিকদীর বাসায় ফিরছিলেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবোতে।

আর শাহীনা বীমা কোম্পানি এলিকোতে চাকরি করেন। তার স্বামীর নাম ফখরুজ্জামান। ঢাকায় তারা থাকেন এয়ারপোর্ট স্টাফ কোয়ার্টারে, বাড়ি যশোর।