‘দুর্বৃত্তের’ হামলায় সাঈদীর মামলার সাক্ষীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী মোস্তফা হাওলাদার ‘দুর্বৃত্তের’ হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2013, 02:49 AM
Updated : 10 Dec 2013, 03:30 AM

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, মোস্তফা হাওলাদার (৫৫) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। 

মোস্তফা ছিলেন সাঈদীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার অষ্টম সাক্ষী।

গত শনিবার রাতে পিরোজপুরের জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে বাড়িতে ঢুকে মোস্তফাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তার স্ত্রী হাসিনা বেগমকেও কুপিয়ে আহত করে।

তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে, তারপর খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

জিয়ানগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সন্ত্রাসীরা শনিবার রাত ৩টার দিকে  সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মোস্তফার ওপর হামলা চালায়। এ সময় হাসিনা বেগম চিৎকার করলে সন্ত্রাসীরা দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মোস্তফা মাথায় মারাত্মকভাবে জখম হন।

মুক্তিযুদ্ধ চলাকালে খুন-ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।