সংশোধিত দুদক আইন বাতিলে রুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ‘সুবিধা’ দিয়ে সংশোধিত দুদক আইনের সংশ্লিষ্ট ধারা কেন বাতিল ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না- সরকারের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2013, 06:34 AM
Updated : 5 Feb 2014, 10:53 AM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ সোমবার এই রুল জারি করে।

স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব,  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।   

গত ১১ নভেম্বর ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১৩’ সংসদে পাস হয়। এর ৩২ (ক) ধারায় বলা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ছাড়া দুর্নীতির মামলা দায়ের করা যাবে না।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামান আইন সংশোধনের সমালোচনা করেছেন। টিআইবিসহ বিভিন্ন নাগরকি সংগঠনও এর সমালোচনায় মুখর।