সাবেক মন্ত্রী রাজিয়া ফয়েজ মারা গেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ সৈয়দা রাজিয়া ফয়েজ মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2013, 12:54 PM
Updated : 15 Nov 2013, 01:38 PM

শুক্রবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

রাজিয়া ফয়েজ লিভার সিরোসিসে ভুগছিলেন।

তার ছোট ছেলে আমান আশরাফ ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মায়ের শরীরের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বেলা ৩টা ৩১ মিনিটে তিনি মারা যান।”

বাদ এশা গুলশানে আজাদ মসজিদে নামাজে জানাজার পর বনানী কবরস্থানে রাজিয়া ফয়েজকে দাফন করা হবে।

সন্ধ্যায় এই প্রবীণ রাজনীতিবিদের মরদেহ তার গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়।

পাঁচ দশকের বেশি সময় আগে বাবা সৈয়দ বদরুদ্দোজার হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন রাজিয়া ফয়েজ। তখন তার বাবা ছিলেন কলকাতা সিটি করপোরেশনের মেয়র।

স্বাধীনতা পূর্ববর্তী মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রাজিয়া ফয়েজ ১৯৬১ সালে খুলনা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন।

এরপর ১৯৭৯ সালে সংসদ নির্বাচনে মুসলিম লীগ (খান এ সবুর) থেকে প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদের সময়ে তিনি সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিশু ও মহিলা এবং সমাজ কল্যাণ বিষয়ক পূর্ণ মন্ত্রী হয়েছিলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যও ছিলেন রাজিয়া ফয়েজ।

২০০৬ সালের শেষের দিকে তিনি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন। গত কাউন্সিল অধিবেশনে তাকে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

মৃত্যুকালে রাজিয়া ফয়েজ এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী প্রকৌশলী আবু ফয়েজ ২০০৫ সালে মারা যান।

রাজিয়া ফয়েজের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছে।

খালেদা জিয়া তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।