শ্রমমন্ত্রীর বাড়িতে হাতবোমা নিক্ষেপ

বিরোধী দলের হরতালে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর বনানীর রাড়িতে হাতবোমা হামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2013, 08:41 AM
Updated : 29 Oct 2013, 08:41 AM

শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বনানীর এক নম্বর সড়কে শ্রমমন্ত্রীর বাড়ির সীমানা প্রাচীরের বাইরে থেকে হাতবোমা ছুড়ে মারা হয়।

“এ মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়। আরো তিনটি বোমা বনানী থানার পুলিশ অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়।”

আরিফুজ্জামান জানান, মন্ত্রী ওই বাসায় থাকেন না। তিনি থাকেন মিন্টো রোডের সরকারি বাড়িতে।

বোমা হামলার সময় বনানীর বাড়িতে একজন তত্ত্বাবধায়ক ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে আরিফুজ্জামান জানান।