কওমি মাদ্রাসা ‘নিয়ন্ত্রণের’ চেষ্টা হলে গৃহযুদ্ধ: শফী

কওমি মাদ্রাসাকে সরকার ‘নিয়ন্ত্রণে’ নেয়ার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2013, 06:39 PM
Updated : 27 Oct 2013, 06:39 PM

তিনি বলেছেন, “কওমি মাদ্রাসা যদি সরকারের নিয়ন্ত্রণে যায়, তাহলে তো আলিয়া মাদ্রাসার মতো হয়ে যাবে। আর দ্বীন থাকবে না।

“আলিয়া মাদ্রাসা এখন সহশিক্ষায় পরিণত হয়েছে। মহিলা-পুরুষ একসাথে লেখাপড়া করছে।”

“সরকারি মাদ্রাসার মতো এ মাদ্রাসাকে (কওমি) করার চেষ্টা করবেন না। যদি ওই ভাবে করেন, তাহলে গৃহযুদ্ধ হবে,” সরকারকে হঁশিয়ার করেন আল্লামা শফী।

নারী শিক্ষার বিরোধিতা করে ব্যাপক সমালোচিত আল্লাম শফী রোববার হাটহাজারী মাদ্রাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এর আগে হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে হেফাজতের সংবাদ সম্মেলনেও অংশ নেন সংগঠনটির  আমির।

কওমি শিক্ষা ব্যবস্থাকে একটি কাঠামোর অধীনে আনতে সরকারের আইন প্রণয়নের উদ্যোগের প্রতিক্রিয়ায় এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী তাদের আগেকার ১৩ দফা বাস্তবায়ন এবং কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন না করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১ নভেম্বর সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ২ নভেম্বর হাটহাজারী কলেজ মাঠে মহাসমাবেশ, ১৫ নভেম্বরের মধ্যে সব বিভাগীয় শহরে মহাসমাবেশ।

এসব কর্মসূচিতে বাধা দেয়া হলে হরতালসহ কঠিন কর্মসূচি দেয়া হবে বলে হেফাজত নেতারা হুমকি দেন।

শফী বলেন, “সরকারকে বারবার বলেছি- আমাদের পূর্ব পুরুষ আলেমরা যেভাবে চালিয়ে আসছে, আমাদেরও ওইভাবে রাখার সুপারিশ করছি।

পুলিশের উপস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরের উদ্দেশ্যে লালবাগ ছাড়েন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

“এই মাদ্রাসা আলিয়া মাদ্রাসার মতো করার চেষ্টা করবেন না। আপনারা স্কুল কলেজ নিয়ে আছেন, আলিয়া মাদ্রাসা নিয়ে আছেন। এভাবে আপনারা থাকেন।”

“এখানে আসলে বলব, তোমাদের এই আইন মানি না। অন্য আইন মানি, কিন্তু এই আইন মানি না।”

কওমি মাদ্রাসা জঙ্গি তৈরির ‘কারখানা’ বলে অনেকের বক্তব্যের সমালোচনাও করেন হাটহাজারী মাদ্রাসার প্রধান শফী।

“স্কুল-কলেজে এগুলো (বোমা) তৈরি হতে পারে। আমাদের এখানে একটা লাঠিও নাই।”

“হাসিনা আর কোনো কথা জানে না। শুধু মৌলবাদী আর জঙ্গিবাদী এ দুটো শব্দ কে শিখিয়ে দিছে। ওইগুলো সব বলছেন। উনি আর কিছু জানেন না।”

সরকারের সঙ্গে কোনো বিরোধ নেই দাবি করে হেফাজত আমির বলেন,  “কোনো দিন এই পর্যন্ত আমরা হাসিনাকে কোনো গালি দিই নাই। আওয়ামী লীগকে, ছাত্রলীগকে গালি দিই নাই। নাস্তিকবাদীদের সাথে আমরা আস্তিকবাদীরা মোকাবিলা করছি।”

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নায়েবে আমির শামসুল আলম, তাজুল ইসলাম, মাঈনুদ্দিন রুহী, সেলিম উল্লাহ প্রমুখ।