ঢাবি স্টাফ কোয়ার্টারে ককটেল, গান পাউডার

বিরোধী দলীয় জোটের ৩ দিনের হরতালের প্রথম দিনে আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের কোয়ার্টার থেকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2013, 08:51 AM
Updated : 27 Oct 2013, 09:23 AM

লালবাগ থানার পরিদর্শক নুরুল মোস্তাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে ১৭টি হাতবোমা, আধা কেজি গান পাউডার রয়েছে।

“গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের স্টাফ কোয়ার্টারে এই অভিযান চালানো হয়। সেখানে একটি ভবনের চতুর্থ তলার একটি কক্ষের বাথরুমে এসব বিস্ফোরক ও সরঞ্জাম পাওয়া যায়।

অভিযানের সময় ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না। পুলিশ তালা ভেঙে ওই ফ্ল্যাটে ঢোকে বলে লালবাগ থানার পরিদর্শক জানান।

“যে পরিমাণ গান পাউডার পাওয়া গেছে, তা দিয়ে ১০০টিরও বেশি বোমা তৈরি সম্ভব। সেখানে অনেকগুলো খালি বোতলও পেয়েছি আমরা।”

মোস্তাকিম জানান, ওই ফ্ল্যাটে আগে খোরশেদ আলম নামে এক কর্মচারী থাকতেন। আড়াই মাস আগে তিনি ফ্ল্যাট ছেড়ে দেন। পরে ওই বাসা বরাদ্দ দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কর্মচারী বিষু চন্দ্র দাশকে। কিন্তু তিনি এখনো ওই বাসায় ওঠেননি।

ফাঁকা ফ্ল্যাটে বিস্ফোরক কারা রেখেছিল- তার অনুসন্ধান করে দেখা হচ্ছে জানিয়ে লালবাগ থানার পরিদর্শক বলেন, “আশা করি, শিগগিরই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”