টাঙ্গাইলে হরতালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

টাঙ্গাইলে বিএনপির ডাকা হরতালের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতাকে কুপিয়েছে বিএনপি নেতা-কর্মীরা।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2013, 05:14 AM
Updated : 24 Oct 2013, 11:13 AM

তাদের গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যার এই হরতাল করছে টাঙ্গাইল জেলা বিএনপি।

গোপালপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, বুধবার সকাল ৮টার দিকে গোপালপুরের সুতী কালিবাড়ী এলাকায় হরতালকারীদের হামলার মুখে পড়েন উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জালাল ও নজরুল সকালে ওই রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় ছাত্রদল কর্মীদের মিছিলের প্রস্তুতি নিতে দেখে তেড়ে যান। এক পর্যায়ে হরতাল সমর্থকরা পাল্টা হামলায় তাদের কুপিয়ে জখম করে।

পুলিশ আহত দুজনকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জসিম উদ্দিন সরকার বলেন, “দুই নেতাকে কোপানোর পর থেকে ছাত্রদলের কর্মীরা পালিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।”

এদিকে হরতালে নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে র‌্যাবের টহল।

হরতালের সকালে শহরে রিকশা ছাড়া অন্য যানবাহন চলতে দেখা যায়নি। ছেড়ে যায়নি দূর পাল্লার বাস।

তবে ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে বাড়তি পুলিশি পাহারা থাকায় নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে।

গত ২১ অক্টোবর সোমবার রাতে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর থেকে গ্রেপ্তার করা হয় টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সালাউদ্দিন টুকুকে।

এর প্রতিবাদে মঙ্গলবার টুকুর জেলা টাঙ্গাইলে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এই হরতালের ঘোষণা দেয়া হয়।