সঙ্কটের বরফ গলছে: সিইসি

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার প্রস্তাবের পর চিঠি চালাচালিতে ‘সঙ্কটের বরফ গলছে’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2013, 05:09 PM
Updated : 22 Oct 2013, 07:48 PM

মঙ্গলবার সন্ধ্যায় কমিশন কার্যালয় থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

কাজী রকিব বলেন,  “শুধু আমরা নই, দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে তা দেখছেন। আমরা অত্যন্ত খুশি। কিছুটা হলেও আইস ব্রেকিং হচ্ছে।”

শেষ পর্যন্ত রাজনীতিতে ‘ভালো’ সমাধান আসবে বলেও আশাবাদী তিনি।

“সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনই সবার প্রত্যাশা। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরই গণতন্ত্রের মূলমন্ত্র।”

এ সময় তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘সমঝোতার দ্বার খোলায়’ সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচনকালীন ক্ষণগণনা ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে জানিয়ে সিইসি বলেন, “৩৫-৪৫ সময় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সমঝোতার জন্যে ইসি আর অপেক্ষা করবে কি না জানতে চাইলে তিনি জানান, যে সমাধানই আসুক তার প্রতিফলন থাকবে [নির্বাচনী আচরণবিধিতে]। যেভাবে সমাধান আসবে সেভাবে নির্বাচন হবে।

খুব শিগগির প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি প্রণয়ন হবে উল্লেখ করে সিইসি বলেন, “তফসিল ঘোষণার পরই আচরণবিধি কার্যকর হবে।”