রয়েল টাইগার এনার্জি ড্রিংকের উৎপাদন বন্ধের নির্দেশ

এ এস টি বেভারেজের ‘রয়েল টাইগার এনার্জি ড্রিংক’র উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2013, 02:57 PM
Updated : 10 Oct 2013, 02:58 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বৃহম্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই নির্দেশ দেয়।

একই সঙ্গে রয়েল টাইগার এনার্জি ড্রিংক উৎপাদন এবং বাজারজাতকরণ নিষিদ্ধে কেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।

বাণিজ্য সচিব, খাদ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকার জেলা প্রশাসক, বিএসটিআই’র চেয়ারম্যান এবং এএসটি বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক যুগান্তরের দুই প্রতিবেদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর যুগান্তরে ‘রয়েল টাইগার এনার্জি ড্রিংকে বিপজ্জনক রাসায়নিক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সত্য রঞ্জন মণ্ডল, এম সাইফুল আলম ও মো. রুহুল কুদ্দুস পাটোয়ারী বাদী হয়ে গত রোববার এই রিট আবেদন করেন। বৃহস্পতিবার এর ওপর শুনানি হয়।

রিট আবেদনকারী সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, এই ড্রিংসে সোডিয়াম বেনজোয়েড নামে একটি উপাদান রয়েছে, যা ওই পণ্যের লেবেলে লেখা নেই। এটি স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।”