ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতিসহ আটক ৬

ফেইসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতিসহ ছয় নেতাকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2013, 08:03 AM
Updated : 27 Sept 2013, 11:17 AM

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুরানা পল্টন এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৩ এর অপস অফিসার এএসপি মো. আনিসুজ্জামান জানান।

আটক ছয়জন হলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মো. আরিফুল ইসলাম (২৫), সাহিত্য সম্পাদক মো. রহমতউল্লাহ (২৩), মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো. ইমদাদুল্লাহ (২৫), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান (২৪), মহানগর মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম (২৩) ও কেন্দ্রীয় নেতা শেখ মো. মারুফ (২৪)।

এএসপি আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারের তিন তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

“তারা সংগঠনের ফেইসবুক পেইজে দীর্ঘদিন ধরেই সরকার ও রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক পোস্ট দিয়ে অপপ্রচার চালিয়ে  আসছিল। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলেও দাবি করেন এই র‌্যাব কর্মকর্তা।