রুমায় শিশু অপহরণ

বান্দরবানের রুমা উপজেলায় আট মাস বয়সী এক ত্রিপুরা শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2013, 01:36 AM
Updated : 25 June 2013, 01:36 AM

উপজেলার দুর্গম আদিকাপাড়া এলাকায় সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

অংথোয়াইচিং মারমা বলেন, বিকাল ৪টার দিকে শিশুটির বাবা হাতিরাম ত্রিপুরা এবং মা হামবাতি ত্রিপুরা জুমে কাজ করার সময় জুমঘরে দোলনায় ঘুমাচ্ছিল বিদ্রজয় ত্রিপুরা নামের এ শিশুটি।

ওই সময় সেখানে ছিল সাত বছর বয়সী বোন অনামিকা ত্রিপুরা।

অনামিকার বরাত দিয়ে তার বাবা হাতিরাম ত্রিপুরা জানান, অনামিকার সামনে দোলনা থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে নিয়ে যায় দাড়িওয়ালা এক বয়স্ক বাঙালি।

খুবই দুর্গম এলাকা হওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হচ্ছে। 

রুমা থানার ওসি মো. জাকির হোসেন বলেন, এ পর্যন্ত অপহরণের কোনো অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।