ফারাবী অভিযুক্ত

নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে হুমকি দেয়ার মামলায় ফারাবী সফিউর রহমানের বিচার শুরু হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2013, 08:49 AM
Updated : 4 June 2013, 09:25 AM

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এই সদস্যের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (২) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন হয়।

বিচারক মো. জহুরুল হক আগামী ১৬ জুলাই সাক্ষ্যগ্রহণ শুরুর শুনানির জন্য দিন ঠিক করেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

গণজাগরণ আন্দোলনের কর্মী রাজীব গত ১৫ ফেব্রুয়ারি খুন হওয়ার পর ফারাবী তার ফেইসবুক পাতায় স্ট্যাটাসে লেখেন, ‘যেই ইমাম থাবা বাবার (রাজীব) জানাজা পড়াবে, সেই ইমামকেও হত্যা করা হবে।”

এরপর গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকা থেকে পুলিশ ফারাবীকে গ্রেপ্তার করে।

ইমামকে হত্যার হুমকি দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ এনে গত ১৭ মার্চ ফারাবীর বিরুদ্ধে  অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মাইনুল ইসলাম।