‘গণতন্ত্রকে হত্যার পাঁয়তারা করছে বিএনপি’

খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করতে রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2013, 07:56 AM
Updated : 17 May 2013, 08:40 AM

শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিবার্য ছিল। কারণ তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।”

“অপরদিকে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হরণ করার জন্য উনি (বেগম খালেদা জিয়া) রাজনীতিতে এসেছেন।”

আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়- দাবি করে কৃষিমন্ত্রী বলেন, “আর তারা ক্ষমতায় এলে দেশকে মঙ্গায় পরিপূর্ণ করে।”

বিএনপি নতুন করে দেশের গণতন্ত্র হত্যার ‘রাস্তা’ তৈরি করার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর একদল সদস্য হত্যা করার পর ১৯৮১ সালের এই দিন ঢাকায় ফেরেন শেখ হাসিনা।

শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় দু'বোন সেদিন প্রাণে বেঁচে যান।

শেখ হাসিনার অবর্তমানে তার অনুপস্থিতিতেই ১৯৮১ সালে আওয়ামী লীগের সম্মেলনে তাকে দলের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর ভারত থেকে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা।

প্রত্যাবর্তনের ৩২ বছর উপলক্ষে ঢাকা মহানগর আ’লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন আফম বাহাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী, আহমদ হোসেন প্রমুখ।

আলোচনা অনুষ্টান শেষে মতিয়া চৌধুরী দুস্থদের মাঝে কাপড় বিতরণ করেন।