৪০ ঘণ্টা পরও বিদ্যুৎবিচ্ছিন্ন বরগুনা

বুধবার রাত ১টা থেকেই সদর, বামনা, বেতাগী  ও পাথরঘাটা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত তা স্বাভাবিক হয়নি।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2013, 05:29 AM
Updated : 17 May 2013, 06:09 AM

শনিবার সন্ধ্যা নাগাদ এই চার উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা সচল হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক লাইনের উপর প্রচুর গাছ পড়েছে। এতে করে অসংখ্য জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। তা ঠিক করতে একটু সময় লাগবে।

ঝড়ের পর পরই বিদ্যুৎ বিভাগের একশ’ কর্মী কয়েকটি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।

 জেলা প্রশাসক মো. আব্দুল ওয়াহাব ভূঁইয়া জানান, বিষয়টি তারা তদারকি করছেন।

এদিকে বিদ্যুৎ না থাকায় এ চার উপজেলার মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

ইতোমধ্যে এসব জায়গায় ইন্টারনেট ব্যবস্থাও নাজুক হয়ে পড়ায় সংবাদকর্মীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বলে জানান দেশের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন লোকবেতারের স্টেশন ব্যবস্থাপক মনির হোসেন কামাল।