লক্ষ্মীপুরে মন্দিরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2013, 07:03 AM
Updated : 12 May 2013, 07:03 AM
শনিবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মণপাড়া মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এতে মন্দিরে রাখা ছয়টি প্রতিমা পুড়ে যায় বলে জানান রামগঞ্জ থানার ওসি মঞ্জুরুল করিম আকন।

তিনি জানান, দুর্বৃত্তরা রাত ১২টার পর মন্দিরে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে প্রতিমার গায়ে থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন, পাঁচ ভরি ওজনের রুপার মুকুটসহ বেশ কিছু জিনিস পুড়ে গেছে।

এছাড়াও মন্দিরের টিনের চালেরও ক্ষতি হয়েছে বলে জানান ওসি।

পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্দিরের সেবায়েত সুনিল চন্দ্র সাহা ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা আগুনের ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করেন।

রোববার সকালে জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।