নারায়ণগঞ্জে সোয়েটার কারখানার দেয়ালে ফাটল, আতঙ্কিত শ্রমিকরা

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় একটি সোয়েটার কারখানার দেয়ালে ফাটল দেখা দেয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2013, 12:36 PM
Updated : 25 April 2013, 12:36 PM

এ ঘটনায় কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার বিকালে ওই কারখানার দেয়ালে ফাটল দেখা দেয় বলে পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, শহরের জামতলা এলাকায় হাফেজ কামাল হোসেনের ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলার উদয়ন সোয়েটার কারখানার দেয়ালে দুপুরে ফাটল দেখা দেয়। কারখানার শ্রমিকরা এ ঘটনা মালিকপক্ষকে জানালে কারখানা ছুটি ঘোষণা করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিয়াজ আহম্মেদ বলেন, শহরের কোন ভবনে ফাটল দেখা দেয়ার বিষয়টি আমাদের জানা নেই। বহুতল ভবনে ফাটল বা বড় কোন কিছু হলে ফায়ার সার্ভিসকে জানানো হতো।

মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়। 

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ওই ঘটনার পর সাভারে ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।