রানার মালিকানাধীন আরেক ভবনে ফাটল

সাভারে ধসে পড়া ভবনটির মালিক যুবলীগ নেতা মো. সোহেল রানার আরেকটি ভবনে ফাটল দেখা দিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2013, 06:10 AM
Updated : 25 April 2013, 06:11 AM

বৃহস্পতিবার সাভার বাজার রোডে অবস্থিত সাততলা এই ভবনটির নিচ তলায় বড় একটি ফাটল দেখা দিলে বিভিন্ন তলায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

ভবনটির  দ্বিতীয় তলায় এক্সিম ব্যাংকের একটি শাখা রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ শাখাটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার শাহরিয়ার বেহেশতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিচতলায় ফাটল দেখা দেয়ায় আমরা শাখাটি বন্ধ ঘোষণা করে মালামাল সরিয়ে নিচ্ছি।

এছাড়া  নিচতলায় বাটা বাজারসহ আরো কিছু দোকানপাট এবং তৃতীয় তলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্সের শাখা বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন সোহেল রানার মালিকানাধীন নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে যাতে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত দুইশ'র বেশি মানুষ নিহত হয়েছে। আহত হন এক হাজারের বেশি শ্রমিক।

মঙ্গলবার বিকালে ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দিলে ভবন মালিক সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা সাংবাদিকদের বলেছিলেন, “ভবনের বড় ধরনের কোন ক্ষতি হয়নি। সামান্য একটু প্লাস্টার খসে পড়েছে। এটা তেমন কিছু না।”