রাজৈরে শতবর্ষী মন্দিরে আগুন

মাদারীপুরের রাজৈরে শত বছরের পুরনো একটি কালীমন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2013, 11:29 PM
Updated : 18 April 2013, 11:46 PM

হরিদাসদী-মহেন্দ্রদী বাজার সংলগ্ন ওই মন্দিরে শুক্রবার ভোররাতে আগুন লাগিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি মোফাজ্জেল হক।

কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে মন্দিরে আগুন দেয়া হয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মন্দিরটির চালে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।”

আগুনে মন্দিরের চাল প্রায় পুরোটাই পুড়ে গেছে।

যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে সম্প্রতি দেশজুড়ে জামায়াতে ইসলামীর তাণ্ডবের মধ্যে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের হামলা ও উপাসনালয়ে আগুন দেয়া হয়।

রাজৈরের এই আগুন তার ধারাবাহিকতা কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি বলেছেন, তারা বিষয়টি তদন্ত করছেন।