মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল, প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2013, 05:47 AM
Updated : 6 April 2013, 05:47 AM

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এ বছর ১০৬৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও ১২১ জন শিক্ষার্থীকে স্নাতকোত্তরসহ ১১৯০ জনকে ডিগ্রি এবং চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর ও ডিনস ক্যাটাগরিতে ৫১ জনকে স্বর্ণপদক প্রদান করা হয়। উপাচার্যের কাছ থেকে তারা পদক গ্রহণ করেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।