বাগেরহাটে মন্দিরে আগুন, প্রতিমা ভাংচুর

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আবারো মন্দিরে প্রতিমা ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2013, 05:19 AM
Updated : 3 April 2013, 05:19 AM

বুধবার ভোর রাতে তেলিগাঁতি ইউনিয়নের হেড়মা বাজার সার্বজনীন দুর্গামন্দিরে এ হামলা হয়।

পুলিশ সুপার (এসপি) খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মন্দিরের লোহার গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে চারটি প্রতিমা ভাংচুর করে। এ সময় তারা মন্দিরে থাকা খড়ে আগুনও দেয়।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান এসপি।

হেড়মা বাজার সার্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি গোপাল ঘোষ বলেন, ভোরে ওই বাজারের এক ভক্ত মন্দিরে প্রণাম করতে এসে প্রতিমা ভাংচুরের বিষয়টি প্রথমে দেখতে পান।

সকালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোজ্জাম্মেল হোসেন ও বাগেরহাটের এসপি খন্দকার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়। এরপর জামায়াত-শিবির সারাদেশে ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরেও হামলা, ভাংচুর, লুটপাট চালায়।

একইদিন মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নের সিংজোড় গ্রামের গোপালপুর সার্বজনীন মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়।

পরদিন (১ মার্চ) উপজেলার বনগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতার বাড়িতে এবং রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে একটি সার্বজনীন পূজা মন্দিরে প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।

এছাড়া গত ১৯ মার্চ কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের উত্তর গোপালপুর সার্বজনীন দুর্গামন্দিরে প্রতিমা ভাংচুর করে ও আগুন দেয়া হয়।

এসব ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।