জামায়াতের হামলা, কব্জি উড়ে গেল পুলিশের

তাদের মধ্যে একজনের হাতের কব্জি উড়ে গেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।  

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2013, 00:02 AM
Updated : 31 March 2013, 09:30 AM

রোববার সকাল সাড়ে ১০টা থেকে শহরের রানীবাজার মাদ্রাসা মার্কেটের সামনে প্রায় আধা ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন জন নিহত হওয়ার প্রতিবাদে সকালে মার্কেটের সামনে মিছিল বের করে জামায়াতে ইসলামী কর্মীরা।

এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিতে চাইলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তারা পুলিশের দিকে ঢিল ছোড়ার পাশাপাশি অন্তত ১৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে ওসি জানান।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।”

এ সময় হাতবোমা বিস্ফোরণে মকবুল হোসেন (৩১) নামে এক শিক্ষানবিশ এসআই এবং রফিকুল ইসলাম (২৫) নামে এক কনস্টেবল আহত হন বলে পুলিশ কমিশনার এস এম মনিরুজ্জামান জানান। 

মকবুলের দুই হাতের কব্জি বোমায় উড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।

রফিককে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিকেলের অর্থপেডিক বিভাগের প্রধান ড. বি কে দাম জানান, রফিকের হাতে বেশ কয়েকটি স্প্লিন্টার লেগেছে।

ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।