খুলনায় মন্দির ভাঙচুরের ঘটনায় মামলা

মহানগরীর দৌলতপুর পাবলা সার্বজনীন কালী মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলার পর আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা, প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2013, 06:00 AM
Updated : 20 March 2013, 06:00 AM

গ্রেপ্তারকৃতরা হলেন, সাহিদুল (২৩), লিমন (১৮), হালিম (২২), শাহাবুদ্দিন (৪০) ও শামীম (২৫)।

এর আগে ঘটনার রাতেই হুমায়ূন কবীর (২৬) ও আরমান (১৮) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার পর এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দৌলতপুর থানার ওসি মো: আখতার হোসেন।

দৌলতপুরের পাবলা সার্বজনীন কালী মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার রাতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় মঙ্গলবার রাতে মন্দির কমিটির সাধারণ সম্পাদক তিলক গোস্বামী বাদী হয়ে মামলাটি করেন।মামলায় অজ্ঞাত পরিচয়ের ১২০ জনকে আসামি করা হয়েছে।