ঝালকাঠীতে প্রতিমা ভাংচুর

ঝালকাঠী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

ঝালকাঠী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2013, 03:21 AM
Updated : 20 March 2013, 03:22 AM

মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার আমুয়া বাজার এলাকার সার্বজনীন দুর্গা মন্দিরের ভাংচুরের এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

প্রতিমা ভাংচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মন্দিরের সেবাইত হরিপদ দাস ও আমুয়া বাজারের চার নৈশ প্রহরীকে আটক করা হয়েছে।

স্থানীয় পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক বাসুদেব সৌম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে কয়েকজন অজ্ঞাত লোককে মন্দির থেকে দৌঁড়ে পালাতে দেখে স্থানীয় প্রহরীরা ভেতরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।

মন্দির কমিটির সভাপতি পরিমল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্দিরের কালী প্রতিমার মাথা এবং কার্তিক ও গনেশের হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।