‘তিনি ছিলেন আমাদের গর্ব’

অধ্যাপক জামাল নজরুল ইসলামের মৃত্যুতে শোকগ্রস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার সহকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2013, 01:05 AM
Updated : 16 March 2013, 01:19 AM

বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক জামাল নজরুল শুক্রবার রাতে মারা যান। তিনি ছিলেন একাধারে গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, জোতির্বিদ।

সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, “তিনি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের গর্ব ও অহংকার। তার রেখে যাওয়া স্মৃতি ও কর্ম পরবর্তী প্রজন্মের জন্য অনেক কাজ দেবে।”

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ ও সাধারণ সম্পাদক সেকান্দার চৌধুরী এক বিবৃতিতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, তারা একজন প্রতিভাবান বিজ্ঞানীই শুধু নয়, অভিভাবকও হারালেন।

অধ্যাপক জামাল নজরুলের লেখা বই কেমব্রিজ ইউনিভার্সিটি, মেরিল্যান্ড ইউনিভার্সিটিসহ বিশ্বের বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

তার লিখিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল- ইনট্রোডাকশান টু কসমোলজি এবং আল্টিমেট ফেইট অব দ্য ইউনিভার্স। এ দুটি বই বিশ্বের বেশ কয়েকটি ভাষায় অনূদিতও হয়েছে।

চট্টগ্রামের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য অধ্যাপক জামাল নজরুল ইসলামের মরদেহ শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নেয়া হবে বলে সহকর্মীরা জানান।

অধ্যাপক জামাল নজরুলের মৃত্যুতে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান শোক জানিয়েছেন।