হেফাজতের সমাবেশে সাঈদীর মুক্তি দাবি

চট্টগ্রামে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে যুদ্ধাপরাধের জন্য মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি উঠেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2013, 09:18 AM
Updated : 15 March 2013, 09:20 AM
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে হেফাজতের সমাবেশ থেকে এ দাবি তোলা হয়।

শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারী ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হলেও সমাবেশ থেকে সাঈদীর নামে স্লোগান দেয়া হয়।

এসময় সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে সাঈদীর মুক্তির দাবিসম্বলিত অনেক প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে নেতাদের বক্তব্যের মধ্যেও ‘সাঈদীর মুক্তি চাই, মুক্তি চাই’ বলে স্লোগান দেয়া হয়।

শাহবাগের আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ্যা দিয়ে দিয়ে সমাবেশে বক্তারা বলেন, “শাহবাগের নাস্তিকদের চট্টগ্রামে প্রতিহত করা হয়েছে।”

তারা আবার চট্টগ্রামে আসতে চাইলে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিয়ে বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান।

সাংবাদিকদের সতর্ক করে দিয়ে তারা বলেন, আপনারা ‘শাহবাগীদের’ দালালি করবেন না। ওখানে কোনো লোকজন থাকে না। আপনারা সত্য ঘটনা তুলে ধরেন।

‘মুরতাদদের’ দালালি করলে সাংবাদিকরাও পার পাবে না হুমকি দেয়া হয় সমাবেশ থেকে।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মঈনুদ্দিন রুহী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।