হিন্দুপল্লীতে হামলা, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বাঁশখালীতে হিন্দুপল্লীতে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2013, 00:11 AM
Updated : 14 March 2013, 00:12 AM

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বন্দরনগরীর কাতালগঞ্জ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

আলমগীর কবির চৌধুরী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলামের সমর্থক হিসেবে পরিচিত।

দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত বাঁশখালী উপজেলার রামদাশ হাট, জলদী, চাম্বল, নাপোড়াসহ বিভিন্ন ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, মন্দির, ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জামায়াত-শিবির ও সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী। কুপিয়ে হত্যা করা হয় শিলকূপা গ্রামের দয়াল হরি শীলকে।