ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের ফটকে ৫ কেজি বোমা

ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের প্রধান ফটকের সামনে পুঁতে রাখা প্রায় ৫ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র্যাব।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2013, 12:28 PM
Updated : 12 March 2013, 09:34 PM
র‌্যাবের ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর মাহফুজ জানান, ‘গোপন সূত্রে’ খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের ভৈরব ক্যাম্পের সদস্যরা পুঁতে রাখা বোমাটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে র্যাব সদস্যরা বালির বস্তা দিয়ে বোমাটি ঢেকে রেখে এলাকাটি ঘিরে রাখে।

এরপর র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৩টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

মেজর মাহফুজ বলেন, “প্রায় ৫ কেজি ওজনের এই শক্তিশালী বোমা বিস্ফোরিত হলে আদালত ভবনও উড়ে যেতে পারত।”