খালেদার সঙ্গে কানাডার সাংসদদের সাক্ষাৎ

কানাডার পার্লামেন্টের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2013, 11:13 AM
Updated : 12 March 2013, 11:13 AM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত পৌনে ৮টা থেকে ঘন্টাব্যাপী এই বৈঠক হয়।

কানাডার সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রুশ হিবার্ট।

প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- সিনেটর মবিনা জাফর, সিনেটর ন্যান্সি রুথ, পার্লামেন্ট সদস্য জিনি সিমস, এড হোল্ডার, এলিজাবেথ কিংস্টোন এবং ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন।

বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাক্ষাতকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।