বরিশালে জামায়াতের হামলায় পুলিশ-সাংবাদিক আহত

হরতালের দ্বিতীয় দিন বরিশালে জামায়াত-শিবিরের হামলায় তিন পুলিশ ও দুই সাংবাদিকসহ সাতজন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2013, 10:17 PM
Updated : 3 March 2013, 10:17 PM
বিমানবন্দর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লাকুটিয়া সড়কে বাগিয়া মাদ্রাসার সামনে জামায়াত-শিবির কর্মীরা লাঠি নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়।

“এ সময় হরতালকারীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং পুলিশ ও পথচারীদের বেদম মারধর শুরু করে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”

সংঘর্ষের সময় হরতাল সমর্থকরা পুলিশ বহনকারী একটি হিউম্যান হলার ও দুটি মটরসাইকেল ভাংচুর করে।

এ সময় সেলিম নামে এক শিবির কর্মীকে আটক করা হয় বলে জানান ওসি।

সংঘর্ষে আহত বিমানবন্দর থানার এসআই খন্দকার আবুল খায়ের, এএসআই খোকন চন্দ্র দে, কনস্টেবল রহমান, চ্যানেল ২৪ এর ক্যামেরাম্যান সোহেল, মাই টিভির ক্যামেরাম্যান বশির, নগরীর ২৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ নেতা সোলাইমান ভূঁইয়া ও ছাত্রলীগ কর্মী রফিক মোল্লাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সোলাইমান ভূঁইয়ার অবস্থা গুরুতর বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বরিশাল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য রিয়াজ ভূঁইয়া।