লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের হামলায় ৬ পুলিশ আহত

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2013, 01:29 PM
Updated : 2 March 2013, 01:29 PM

শনিবার এ ঘটনায় জামায়াত-শিবিরের সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইশ’ জনের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ এদিন জেলার বিভিন্ন স্থান থেকে ১০ জামায়াত-শিবির কর্মীকেও গ্রেপ্তার করে।

হামলায় আহত এসআই আবুল কালাম আজাদ, এএসআই খায়রুল আলম, কনস্টেবল সামছুদ্দিন ফারুক, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, পিযুষ, দেলোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

রায়পুর থানার ওসি মো. আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলার হায়দারগঞ্জ সড়কের হোলাখালী বাজারের কাছে সরকারি গাছ কেটে সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধ সরাতে গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।