ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

মাঝারি মাত্রার এক ভূমিকম্পে শনিবার সকালে কেঁপে ওঠে দেশের উত্তর-পূর্বাঞ্চল।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2013, 08:59 PM
Updated : 1 March 2013, 09:51 PM

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে ভূমিকম্পে দালানগুলো কেঁপে ওঠায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

সিলেট ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান সাঈদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টা ৩০ মিনিট ৪৭ সেকেন্ডে সিলেট এবং এর আশেপাশের জেলাগুলোতে ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪ ছিল বলে জানান তিনি। তবে ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সিলেট শহর থেকে ৪১ কিলোমিটার দূরে।

ঢাকা থেকে ২১৩ কিলোমিটার উত্তর-পুর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থলের অবস্থান বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।